November 14, 2024, 11:13 pm

সংবাদ শিরোনাম :
কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের  সাথে সচেতনতামূলক সভা  বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা  হযরত শাহজালাল বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান  লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত দালাল শূণ্য রুপে দেখা যায় মিরপুর বিআরটিএ কার্যক্রম সার্কেল-১ এর কয়রা উপজেলা উপজেলা সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর কয়লা লঞ্চঘাটের সড়কটির বেহাল অবস্থা ডিএনসিসির অভিযানে এবার শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ আদিতমারীতে ২৫০বোতল ফেনসেডিলসহ নার্গিস আক্তার গ্রেফতার পাইগাছায় হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কয়রা আবারও একটি মিললো অজগর সাপ

যশোরে ছুরিকাঘাতে ট্রাকচালকের সহকারীর মৃত‍্যু

আয়ুবালী আলীঃ যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে ট্রাকচালকের এক সহকারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে শহরের খড়কি দক্ষিণপাড়া এলাকায় হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার মধ্যরাতে বাড়ি ফিরছিলেন আসাদ। পথে ধর্মতলা এলাকায় তাঁকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন। আজ শনিবার সকালে পথচারীরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।আসাদের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত আসাদের মৃত্যুতে স্বজনদের আহাজারি।

নিহতের বোন কুলসুম বলেন, তাঁর ভাই ট্রাকচালকের সহকারী। স্ত্রী ও এক সন্তান নিয়ে শহরের বউবাজার এলাকায় ভাড়া থাকতেন। গতরাতে কাজ শেষে তিনি খড়কিতে মায়ের বাসায় যাচ্ছিলেন। পথে কে বা কারা তাঁকে হত্যা করেছে। তিনি বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।

এটা ছিনতাই করার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে সেটা বলতে পারছি না।’হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আসাদের মৃত্যু হয়েছে।এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে যশোরের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন