October 24, 2024, 2:15 am

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৬ দুস্কৃতিকারী আটক  

মনির হোসেন জীবন- রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৬ জন দুস্কৃতিকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়।

আজ মঙ্গলবার এলিট ফোর্স র‌্যাব-২ সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৬ জন দুস্কৃতিকারী আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ জাবেদ (৩২), মুন্না (২৬), মোঃ তারেক (২৭), মোঃ রাব্বি (২৬), ওসমান গনি (১৮) ও মোঃ হারুন-অর-রশিদ (৪২)।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর, মাদারীপুর ও কুমিল্লা ও বরিশাল জেলায় তাদের গ্রামের বাড়ি। ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া ও মোহাম্মদপুর আল্লাহ্ করিম বাসস্ট্যান্ড এলাকায় তারা ভাসমান হিসেবে বসবাস করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাংচুর সহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। ওই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর এক পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করে দুস্কৃতিকারী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের নামে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ করে সাধারণ জনগনের যান-মালের ক্ষতি সাধন করে।

র‌্যাব সূত্র বলছে, গত ২৯ অক্টোবর ২০২৩ইং তারিখ মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তা মোড় অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলা দায়ের করা হয়।

শিহাব করিম জানান, ওই মামলার এজাহার নামীয় আসামি হল মোঃ জাবেদ, মুন্না, মোঃ তারেক, মোঃ রাব্বি, ওসমান গনি ও মোঃ হারুন-অর-রশিদসহ তারা ৬ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন