December 22, 2024, 11:05 pm
ডেক্স নিউজ – চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া তার ফেসবুক আইডিতে দেশের এই করোনা দূর্যোগ পরিস্থিতিতে সাহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান । তিনি তার ফেসবুক পোষ্টে এমন আহব্বানই জানিয়েছেন ।
পিয়া’র পোষ্ট – “কোন ব্যাক্তি যদি (কোনো প্রতিষ্ঠান নয়) আর্থিক সমস্যা বা খাদ্য সংকটে থাকেন,আপনার ধর্ম বা ব্যাক্তিত্ব যাই থাকুকনা কেন, আপনার কাছে অনুরোধ দিন শেষে ক্ষুদার্থ অবস্থায় রাত কাটাবেননা। আমার সাথে যোগাযোগ করতে লজ্জা বা দিধাবোধ করবেননা। যদি আপনি নাহয়ে,অন্যকেউ ও হয় সেটা ও আমাকে জানালে আমি অত্যান্ত খুশি হবো।
এ সময় আমাদের সকলের উচিত একত্রিত হওয়া আর কে গেন্দা ফুল গান এ নাচলো, আর কে সাহায্য দিতে যেয়ে ছবি তুলল তা নিয়ে না ভাবা।দোয়াকরি আমাদের সকলকেই এ মহামারি করোনা ভাইরাস থেকে হেফাজত করুক এবং প্রতিরোধ করতে সহায়তা করুক।”
আমাকে মেসেজ করুন কিংবা email করুন jfpeya@gmail.com
উল্লেখ্য পিয়া আন্তর্জাতিক মডেল,টেলিভিশন ক্রিড়া উপস্থাপিকা ও চলচ্চিত্র অভিনেত্রী । তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র “ছিটমহল” ।