December 23, 2024, 12:32 pm
শাবনূর শিগগিরই অভিনয়ে ফিরছেন এ খবর সবার জানা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন তিনি। এই সিনেমাতে শাবনূরকে দেখা যাবে গানের স্কুলের শিক্ষিকার চরিত্রে।
নির্মাতা মানিক বলেন, ‘একটি গানের স্কুলের শিক্ষিকার চরিত্রে শাবনূর অভিনয় করবেন। তিনি শিশুদের গান শেখাবেন। এর আগে, তিনি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করলেও এবারের বিষয়টি একেবারেই নতুন। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে ছবির গল্প সামাজিক। আশা করছি, ছবিটি দর্শক পছন্দ করবেন।’
তিনি আরো জানিয়েছেন, শাবনূরের ইচ্ছায় নভেম্বরে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
মানিক বলেন, ‘গত বছরে এই ছবির শুটিং আমরা শুরু করেছিলাম। ছবির প্রথম ভাগের শুটিং শেষ করেছি। তখন শাবনূর ছাড়া ছবির অন্য শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছিলেন। কারণ শাবনূর আগে থেকেই আমাকে বলছিলেন তিনি শীতকালে শুটিং করবেন। এ জন্য আমরা শীত আসার অপেক্ষা করেছিলাম। আশা করছি, আগামী মাসের শেষ সপ্তাহে ছবির বাকি শুটিং করতে পারব।’
কিছুদিন আগে সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন শাবনূর। এর মাধ্যমে প্রথমবার প্লেব্যাক করলেন তিনি।
‘এত প্রেম এত মায়া’তে শাবনূর-ফেরদৌস ছাড়াও অভিনয় করছেন সাইমন সাদিক ও পিয়া বিপাশা।