December 23, 2024, 3:26 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম উদ্ভাবনী প্রয়াসকে অনুপ্রাণিত করার প্রচেষ্ঠায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪

তামান্না আক্তারঃ বাংলাদেশ্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে ৫ অক্টোবর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ৭ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল কংগ্রেস।

স্বপ্নের পরিবেশনায় সিঙ্গার। বেকেন (সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কনকা এবং গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর পৃষ্ঠপোষকতায় এবং মিনিসো, আইডিসি বাংলাদেশ পিএলসি এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত হয়েছে এবারের আসরটি। এবারের কংগ্রেসের থিম ছিল ‘রিটেইল রেনেসাঁ ইন্সপায়ারিং ইনোভেশন’।

কংগ্রেসের আলোচনায় ছিল এটি কি নোট সেশন, ২টি প্যানেল ডিসকাশন, ১টি লিডার’স ডায়লগ, ১টি ইনসাইট সেশন, ১টি কেস স্টাডি এবং ১টি ফাউন্ডার’স ডায়লগ। এতে অংশ নিয়েছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যারা বাবসায় উদ্ভাবন এবং গ্রাহক অভিজ্ঞতা পরিবর্তন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘বর্তমান বাজারে রিটেইন ব্যবসায়ীদের ই-কমার্সের বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতা এবং টেকসই বাবসায়িক প্র্যাকটিসের চাহিদার সাথে মানিয়ে নিতে হবে। উদ্ভাবনীশক্তি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গুরুত্বপূর্ণ।

ব্যবসায়ীদের অবশ্যই পরিবর্তনশীল গ্রাহক চাহিদা মেটানোর জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে তারা এই দ্রুত পরিবর্তনশীল যুতে সফল হতে পারে।” কি নোট সেশনে বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরেজ এসিআই নখ্রিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং ওয়াটারহাউস ওয়েজের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান এফ, ওয়েড। তারা আলোচনা করেন কীভাবে ব্যবসায়ীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল/অগমেন্টেড রিয়ালিটি (AR/VR) এবং মাল্টিচ্যানেল কৌশল ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে পারেন।

লিডার’স ডায়লগে ‘ফিউচার-প্রুফিং রিটেইন’ শীর্ষক আলোচনার মডারেটর ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

এই আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক এবং প্রাইড গ্রুপের পরিচালক মোহাম্মাদ আবদুল মোমেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। দিনের প্রথম প্যানেল আলোচনা ছিল অভিজ্ঞতা-নির্ভর রিটেইলের গুরুত্ব নিয়ে, যার মডারেটর ছিলেন আরটিএস ঐটারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও বাবস্থাপনা পরিচালক জীশান কিংশুক হক।

আলোচনায় অংশ নেন সুরাইয়া সিদ্দিকা, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর,গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, শাহরিয়ার জামান, হেড অব মার্কেটিং, আকিদ্রবশির গ্রুপ, জাকিয়া নওরিন হুসাইন, এমার্জিং বিজনেস লিড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং আবু ওবায়দা ইমন, কান্ট্রি ডিরেক্টর অব মার্কেটিং, ডোমিনো’স পিৎজা বাংলাদেশ।

কংগ্রেসের দ্বিতীয় প্যানেল আলোচনার শিরোনাম ছিল ‘দ্য ওমনিচ্যানেন ইস্পারেটিভ’। আলোচনার মন্ডারেটর ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আইডিসি বাংলাদেশ পিএলসি-র সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন আজ। প্যানেল আলোচনায় অংশ নেন আহমেদ ফেরদৌস মো আসিফ, সিইও, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেজাউন

কবির, চিফ অপারেটিং অফিসার, সেইলর সামি আশরাফ, ডিরেক্টর, যেযম এন্ড পার্সোনাল কেয়ার, রিমার্ক এইচবি লিমিটেড, শামীম কবির, ম্যানেজিং ডিরেক্টর স্টেপ ফুটওয়্যার এবং জারাইফ হোসেন, হেড অব স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সকম গ্রুপ। এরপর, ডেলহিভারি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্তীন ফেরদৌস ‘কেন ওমনিচ্যানেল রিটেইলাদের জন্য অপরিহার্য’ শীর্ষক ইনসাইট সেশনে তাঁর দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল মিনিসো বাংলাদেশ নিয়ে প্রদর্শিত কেইস স্টাডিটি, যা উপস্থাপন করেন মিনিসো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জেসন ইয়ান। তাঁর সেশনে তিনি যেখান কীভাবে ব্র্যান্ডটি বাংলাদেশি ভোক্তাদের জন্য একটি অনন্য কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করেছে।

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) ব্যাবস্থাপনা পরিচালক কাজী জামিন ইসলামের ফনউন্ডার’স টক সেশনের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়। তিনি একটি রিটেইন ব্র্যান্ড হিসেবে লোটোর যাত্রাকে তুলে ধরেন।

বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪ সকলের কাছে একটি সফল উদ্যোগ হিসেবে গৃহীত হয়েছে। অংশগ্রহণকারীরা উদ্ভাবনী এবং সময়োপযোগী কৌশল সম্পর্কে ধারণা নিয়ে সম্মেলন থেকে বিদায় নেন, যা তাঁদের ব্যবসায়িক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন