December 23, 2024, 3:15 am
মোহাম্মদ জামশেদঃ-হাটহাজারী’র ফতেপুর ইউনিয়নে আনজুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ ফতেপুর শাখার উদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম ও আল্লামা আজিজুল হক আল কাদেরী (রঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফছিহ মোহাম্মদ আলাউদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন গহিরা এফ. কে. জামেউল উলুম আলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী। এতে আরো উপস্থিত ছিলেন আল্লামা মুফতি জিল্লুর রহমান আলকাদেরী, আল্লামা মোহাম্মদ জমির উদ্দিন আলকাদেরী, মোহাম্মদ হারুন আজিজী দুলাল, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।