October 23, 2024, 8:44 pm

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

প্রয়াত হলেন অভিনেতা শশী কাপুর

ডেস্ক নিউজ- প্রয়াত হলেন অভিনেতা শশী কাপুর। সোমবার বিকেল ৫.২০ মিনিটে মুম্বাইয়ের কোবিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ওই হাসপাতালে।

১৯৩৮ সালের ১৮ মার্চ এই কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন শশী কাপুর। পড়াশোনার পাশাপাশি খুব ছোটবেলা থেকেই শিশু অভিনেতা হিসাবে ফিল্ম জগতে পা রাখেন তিনি। ১৯৪৮ সালে মাত্র দশ বছর বয়সে নিজের দাদা রাজ কাপুরের ‘আগ’ এবং ১৯৫১ সালে ‘আওয়ারা’ ছবিতে অভিনয় করেন তিনি।

১৯৬১ সালে ‘ধরমপুত্র’ ছবিতে অভিনেতা হিসাবে তাঁর প্রথম অভিনয়। সব মিলিয়ে ১৭৫ টিরও বেশি সিনেমায় অভিনেতা হিসাবে অভিনয় করেন তিনি। বেশ কয়েকটি সিনেমাও প্রযোজনা করেন তিনি যার মধ্যে অন্যতম জুনুন, কলিযুগ, বিজেতা, উৎসব।

১৯৯১ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘আজুবা’ ছবিটির পরিচালক ছিলেন তিনি। এছাড়াও ১৯৮৮ সালে রাশিয়ান সিনেমাও পরিচালনা করেন শশী কাপুর।

বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারের সদস্য ছিলেন শশী কাপুর। পৃত্থীরাজ কাপুরের তিন সন্তানের কনিষ্ট ছিলেন শশী। তাঁর দুই ভাই রাজ কাপুর এবং শাম্মী কাপুরও ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২০১১ সাল পদ্মভূষণ সম্মান পান শশী কাপুর। ২০১৪ সালে দাদা সাহেব ফালকে সম্মানেও ভূষিত হয়েছিলেন তিনি।   তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন