October 28, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় জমি দখলকে কেন্দ্র করে আহত ৩ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল

পুলিশ জনগণের বন্ধু, কাজেই প্রমাণ করতে হবে

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার সকালে পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এরপর মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন তিনি। এতে পুলিশের বিভিন্ন ক্ষেত্রে সফল সদস্যদের  কল্যাণ সভায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে জীবননগর থানার এসআই সিরাজুল ইসলাম, সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু বক্কর সিদ্দীক, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিক (শহর ও যানবাহন শাখা) সার্জেন্ট তৌহিদ মুসাব্বির, শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দামুড়হুদা মডেল থানার এএসআই (আইজি ব্যাচ প্রাপ্ত) মহিউদ্দিন ও বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আশরাফুজ্জামান পুরস্কৃত হয়েছেন।

পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলার পুলিশ সদস্যদের সার্বিক উন্নতিকল্পে এ মাসিক কল্যাণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ জেলা পুলিশের সব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয়, কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি যেন না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে এবং প্রমাণিত হলেই তাঁকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন