October 28, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় জমি দখলকে কেন্দ্র করে আহত ৩ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল

পল্লবী থেকে প্রায় ১ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার।

ডেক্সঃ রাজধানীর পল্লবী থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ আবদুর রহিম (৪১) ও মোঃ আবু তাহের (৪০)।

এসময় গ্রেফতারকৃতদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবার বাজার প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর এএসপি (মিডিয়া) মো, ফজলুল হক আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল জানতে পারে, রাজধানী মিরপুরের পল্লবী এলাকায় কতিপয় মাদক কারবারীদের মধ্যে মাদকের একটি বড় চালান হস্তান্তর হবে। এমন সংবাদের ভিওিতে র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পল্লবী থানার আলহাজ¦ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারী চক্রের দুই সদস্যকে আটক করে।

এএসপি মো, ফজলুল হক আরও জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ আবদুর রহিম (৪১), পিতা- মোঃ জাকারিয়া, জেলা-চট্টগ্রাম ও মোঃ আবু তাহের (৪০), পিতা- আব্দুর রব রাড়ী, জেলা-ভোলা।

র‌্যাব-২ সূএে জানা যায়, গ্রেফতারকৃতদের তল্লাশীকালে তাদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের তেইশ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পারস্পারিক যোগশাজোসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে নিয়ে আসে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

আটককৃত দুই মাদককারবারি র‌্যাবকে আরও জানান, মাদক পরিবহণের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারনসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করে। সম্প্রতিকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশী বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে বলে তারা স্বীকার করেন ।

এবিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন