October 25, 2024, 10:26 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

পলাতক দুই যুদ্ধাপরাধী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ যুদ্ধাপরাধে জড়িত সাতক্ষীরার শ্যামনগর তারানিপুর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- মো. আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার (৮২) এবং মো. সুরত আলী গাজী (৭৬)। সোমবার রাতে শ্যামনগর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে এটিইউ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৭ অক্টোবর ভেটখালি-জয়াখালি খেয়াঘাটে রাজাকার আজিজ কমান্ডার ও রাজাকার সুরত আলীর নেতৃত্বে ১০ জনেরও বেশি শরণার্থীকে ধরে বার্স্ট ফায়ারে হত্যা করা হয়। তাদের নেতৃত্বে ১৯৭১ সালের অক্টোবর মাসে কালিনগর গ্রামের বামাচরণ মন্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মন্ডলসহ কয়েকজন হিন্দু ধর্মালম্বীকে ধরে নিয়ে ধুমঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল বাদী হয়ে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে মামলা করেন আব্দুল আজিজ ও সুরত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে থাকা অবস্থায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এ হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়।

এটিইউ আরও জানিয়েছে, আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারা এর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১, তাদের অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামীরা ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। তাদেরকে আদালতের আদেশ মোতাবেক জেলহাজতে প্রেরণ পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন