October 24, 2024, 12:19 am

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

নাশকতার মামলায় : যাত্রাবাড়ী থেকে দুই বিএনপি নেতা আটক

মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নাশকতার মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যকরী কমিটির সভাপতিসহ ২ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গতকাল রোববার দুপুর ১ টা ২০ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় একাধিক স্হানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যকরী কমিটির সভাপতি এবং আহবায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন টিটু (৫৬) ও যাত্রাবাড়ী থানার বিএনপি দলীয় একনিষ্ঠ কর্মী বোমাবাজ মোঃ রাসেল ওরফে মুরগি রাসেল (৩৩)।

আজ সোমবার র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়াতের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখের নারকীয় তন্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

র‌্যাব জানিয়েছে, ওই অভিযানে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের
মামলার এজাহার নামীয় পলাতক বিএনপি নেতা মোঃ রুহুল আমিন টিটু। নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ গ্রামের মৃত আব্দুল আমিনের পুত্র সে। এছাড়া রাসেল ওরফে মুরগি রাসেল শরিয়তপুর জেলার পালং থানার বুরিরহাট গ্রামের আব্দুল মান্নানের পুত্র। পেশায় সে একজন পেশাদার ককটেল ও বোমা তৈরীতে বেশ পারদর্শী।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা নাশকতার সাথে তাদের সম্পৃক্ততা থাকার কথা অকপটে স্বীকার করেছে। এছাড়া ইতোপূর্বে তারা রাজধানীর কদমতলি, হাসনাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, সায়দাবাদ, শনির আখরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন