December 23, 2024, 3:38 am
হাটহাজারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াযদাহুম উদযাপন উপলক্ষে পৌরসভার মধ্যম দেওয়ান নগর বুলবুলি পাড়ায় প্রজাপতি সংঘ শাহ আমানত সোসাইটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসা সংলগ্ন মাঠে ২৮ নভেম্বর শনিবার এক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রজাপতি সংঘ শাহ আমানত সোসাইটির উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ সরওয়ার মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও শায়ের মোঃ আমিনুল ইসলাম কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী গাউসিয়া আলীয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজি মোঃ শফিউল আলম নেজামী।
প্রধান বক্তা ছিলেন জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা সৈয়দ মোঃ আবু নওশাদ নঈমী। এতে উদ্বোধক ছিলেন মাওলানা মোঃ এরশাদুল হক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মোঃ ফোরকান উদ্দিন নূরী, মাওলানা মোঃ রফিকুল ইসলাম আলকাদেরী ও মাওলানা হাফেজ নুর মোঃ আলকাদেরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, ব্যবসা বাণিজ্য ও চাকরীর পাশাপাশি আল্লাহ ও আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিলে পরকালে শান্তি পাওয়া যাবে। একদিন সৃষ্টিকর্তার সামনে সব কিছুর হিসাব দিতে হবে। পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামায আদায়কারী ব্যক্তি কোনদিন সমাজে খারাপ কাজ করতে পারে না। এলাকার যুবসমাজ সুন্নি সম্মেলন আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানান এবং আল্লাহ রাসুলের সুন্নত তরিকায় জীবন যাপন করার জন্য তাদেরকে আহ্বান জানান। পরিশেষে মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ সুন্নি সম্মেলন সমাপ্ত হয়।