October 24, 2024, 8:31 am

সংবাদ শিরোনাম :
৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার

নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায়  রাজউকের উচ্ছেদ অভিযান,১২ লক্ষ টাকা জরিমানা

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ টিআইসি কলোনী এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুরে দিকে অভিযান শেষ হয়।দক্ষিণখানে ফায়দাবাদ টিআইসি কলোনী এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/১ এলাকায় উচ্ছেদ অভিযানসহ জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ এর আওতাধীন দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় রাজউক নকশা বহির্ভূত এমন সব ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আজকের রাজউকের অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ তিনটি ভবনে ১২ লক্ষ টাকা জরিমানা করি । একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই সাথে সতর্ক করছি।

স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার পলাশ সিকদার,সহকারি অথরাইজড অফিসার আব্দুল লতিফ, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন,আমিন কবির, মাসুদুর রহমান, মোঃ মিল্লাত হোসেন,জাকিয়া আলমসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন