October 24, 2024, 12:20 pm

সংবাদ শিরোনাম :
৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার

দক্ষিণখান থানা এলাকা হতে প্রতারক চক্রের মূলহোতা মোঃ আলতাফ হোসাইন @ হৃদয় (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১

তামান্না আক্তারঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতারক চক্রের মূলহোতা মোঃ আলতাফ হোসেন হৃদয় ওরফে মোঃ হৃদয় মিয়া (৩০), পিতা- মোঃ শফি মিয়া, জেলা- নারায়ণগঞ্জ নিজে প্রোপাইটর সেজে তার সঙ্গীয় বিভিন্ন জেলার আরো প্রতারক চক্রের ০৫ জন সদস্য সহ ক্যাপিটাল সুপার মার্কেট (রুম নং- ২৫-২৬), গ্রীন রোড ফার্মগেইট ঢাকায় টিন ড্রাম আইপিএম নামক একটি ব্যবসাযিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চড়া লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করে বিভিন্ন লোকজনের নিকট হতে অনুমান ৬০ থেকে ৬৫ কোটি টাকা সংগ্রহ করে। পরবর্তীতে প্রতারক চক্রের মূলহোতা মোঃ আলতাফ হোসেন হৃদয় ওরফে মোঃ হৃদয় মিয়া পাওনাদারদের মূল টাকা সহ লভ্যাংশ প্রদান না করে বিদেশে পলায়ণ করে। পরবর্তীতে মোঃ আলতাফ হোসেন হৃদয় ওরফে মোঃ হৃদয় মিয়া দেশে ফেরত আসার পর সে পাওনাদারদের টাকা না দিয়ে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক থাকে। পরবর্তীতে পাওনাদারগণ মোঃ আলতাফ হোসেন হৃদয় ওরফে মোঃ হৃদয় মিয়া এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে অর্থ প্রাপ্তির নিমিত্তে ২০ থেকে ২২ টি মামলা রুজু করলে বিজ্ঞ আদালত উক্ত আসামীকে পলাতক দেখিয়ে ০২ টি মামলায় ০১ বছর করে সাজা প্রদান পূর্বক ১৬ টি মামলায় ১৬ টি ওয়ারেন্ট ইস্যু করেন।

র‌্যাব-১ বর্ণিত প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনয়নের লক্ষে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ছায়াতদন্তকালে আরো জানা যায় যে, বর্ণিত গ্রেফতারকৃত আসামী ইতোপূর্বেও যেসব লোকজন দেশের বাহিরে বা অনত্র্য রয়েছে সে ঐসব লোকজনের বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে টিপ সহি দিয়ে প্রতারণাপূর্বক জাল-জালিয়াতির মাধ্যমে দলিল সম্পাদন করে দেয়। যাহা এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে।

০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় র‌্যাব-১ একটি আভিযানিক দল গোপন সংবাদের জানতে পারে যে, ০১) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৬৯৬/২২, ধারা এন আই এ্যাক্ট-১৩৮ এর ১৩৮ ও নারায়ণগঞ্জ কোর্ট প্রসেস নং- ৩১৭/২৩ তাং- ১৪/০৮/২০২৩ খ্রি., ০২) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭০১/২২, দায়রা মামলা নং- ১৬৪৭/২২, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮ এর প্রতারণা মামলাদ্বয়ের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত, ০৩) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭০০/২২, প্রসেস নং-২২৭, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ০৪) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭০১/২২, প্রসেস নং-৩১৮/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ০৫) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭০৫/২২, প্রসেস নং-২৮২/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ০৬) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৮৪১/২২, প্রসেস নং-৪২/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ০৭) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৮৪৬/২২, প্রসেস নং-৪৩/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ০৮) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭৯৫/২২, প্রসেস নং-৩২৮/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ০৯) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৬৯৩/২২, প্রসেস নং-৪৮৬/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১০) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৯৬৪/২২, প্রসেস নং-৪৮৭/২২, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১১) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৬৯৫/২২, প্রসেস নং-৪২৮/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১২) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৬৯৭/২২, প্রসেস নং-২৭৪/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১৩) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৬৯৮/২২, প্রসেস নং-৩১৫/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১৪) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৬৯/৩/২২, প্রসেস নং-৪১৭/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১৫) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭৭১/২২, প্রসেস নং-১০৮২/২২, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮, ১৬) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর. মামলা নং-৭০৪/২২, প্রসেস নং-২৮২/২৩, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮ এর সূত্রোক্ত প্রতারণা মামলার দীর্ঘ দিনের পলাতক আসামী মোঃ আলতাফ হোসেন হৃদয় ওরফে মোঃ হৃদয় মিয়া রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন কাওলা চান্দেরটেক এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে প্রতারণার মামলার প্রতারক চক্রের মূলহোতা আসামী মোঃ আলতাফ হোসেন হৃদয় ওরফে মোঃ হৃদয় মিয়া (৩০), পিতা- মোঃ শফি মিয়া, জেলা- নারায়ণগঞ্জ, ঢাকা’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বিরুদ্ধে প্রতারণা পূর্বক অর্থ আতœসাত সংক্রান্তে বিজ্ঞ আদালতে ২২ টি সিআর মামলা বিচারাধীন আছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন