December 23, 2024, 3:43 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

ঢাবির শিক্ষক পদে জামায়াতপন্থী  দুইজনকে নিয়োগে তৎপরতা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগে লেকচারার পদে নিয়োগের ক্ষেত্রে ভাইবার পরে করা সংক্ষিপ্ত তালিকায় জামায়াত শিবিরপন্থী দুইজন রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন- তামীরুল মিল্লাত টঙ্গী শাখার আরবি লেকচারার মোহাম্মদ সালমান এবং মানারাত স্কুলের শিক্ষিকা খন্দকার নুরুল একা উম্মে হানী। অভিযোগ উঠেছে ছাত্রজীবন থেকেই তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সূত্রে তারা ঐ দুই প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান এবং এখনো সেখানে করছেন। মোহাম্মদ সালমান ২০০২ সাল থেকে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখায় কর্মরত এবং খন্দকার নুরুল একা উম্মে হানী ২০১৬ সাল থেকে মানারাত স্কুলে কর্মরত।

তাদের বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ সত্ত্বেও একটি গ্রুপ তাদেরকে নিয়োগ দিতে তৎপর হয়ে উঠেছে। মোহাম্মদ সালমান আগেও ঢাবিতে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পর জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সেই সুপারিশ বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই অবস্থা খন্দকার নুরুল একা উম্মে হানীর ক্ষেত্রেও। পূর্বের ৩ বার ভাইভা দেয়া সত্ত্বেও তাকে জামাতের প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগে বাদ দেয় হয়। তাদের সংক্ষিপ্ত তালিকায় নাম থাকার পিছনে ডিপার্টমেন্টর জামায়াত সমর্থিত বর্তমান চেয়ারম্যান যুবায়ের মোহাম্মদ এহসানুল হকের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করে দুজনই নিজেদের আওয়ামী লীগপন্থী বলে দাবি করেছেন।

প্রাপ্ত তথ্যমতে, মোহাম্মদ সালমান জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখায় ২০০২ সাল থেকে এমপিওভূক্ত শিক্ষক পদে কর্মরত রয়েছেন। কিন্তু ঢাবিতে লেকচারার পদে আবেদন করার সময় তিনি এমপিওভূক্ত শিক্ষক হিসাবে যথাযথ কর্তৃপরে মাধ্যমে আবেদন করেননি। উল্টো তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষকতা করার তথ্যটি গোপন ইংরেজি বিহীন দাখিল (মুজাব্বিদ বিভাগ) থেকে উত্তীর্ণ সালমান ঢাবির ছাত্র থাকা অবস্থাতেই বিএনপি-জামাতের শাসনামলে তামীরুল মিল্লাতে শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন। এছাড়াও অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভিসি থাকা অবস্থায় ২০১৮ সালে প্রো-ভিসি (শিক্ষা) নাসরিন আক্তারের বোর্ডে আরবি বিভাগের লেকচারার হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন সালমান। তখন তার জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ সুপারিশ সিন্ডেকেটে বাতিল হয়ে যায়।

অন্যদিকে, খন্দকার নুরুল একা উম্মে হানী ঢাবির ছাত্রী থাকা অবস্থায় একটি হলের ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রীর হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে তথ্য জানা গেছে। তিনি মানারাত স্কুলের জামাতের সদস্যবৃন্দদের দ্বারা গঠিত ট্রাস্ট্রির সুপারিশক্রমে মানারাত স্কুলে জয়েন করেছিলেন। যদিও বর্তমানে সরকার জামায়াতের সদস্যদের দ্বারা গঠিত ট্রাস্ট্রিকে বাতিল বলে ঘোষণা করে, স্বাধীনতাপন্থী শিক্ষাবিদদের দ্বরা ট্রাস্ট্রিবোর্ড গঠন করেছেন। এছাড়াও তিনি ঢাবি ক্যাম্পাসের জামায়াতের শীর্ষস্থানীয় নেতা আরবি বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমানের তত্ত্বাবধানে এম.ফিল করেছেন এবং ড. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এম.ফিল ডিগ্রী সমাপ্ত করেছেন।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ সালমান মুঠোফোনে বলেন, পড়ালেখায় আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ায় এবং টুপি-পাঞ্জাবি পরিধান করায় একটি গ্রুপ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অবান্তর অভিযোগ তুলছে। আমি জামায়াতের রাজনীতি করিনা, এটা কিভাবে প্রমাণ দিবো জানি না। যারা এমন অভিযোগ তুলেছে, তারা প্রমাণ দেখাক পারলে। তামিরুল মিল্লাত মাদ্রাসায় শিক্ষকতা করার বিষয় স্বীকার করে তিনি বলেন, ঢাবিতে নিয়োগে এই অভিজ্ঞতা কাজে দিবেনা বলে আবেদনে উল্লেখ করিনি।

খন্দকার নুরুল একা উম্মে হানী মুঠোফোনে বলেন, আমার পরিবারের সবাই মুক্তিযোদ্ধা পরিবার এবং সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। পাবনা ৫ আসনের সাবেক এক এমপি ও আওয়ামী লীগের আরো এক শীর্ষ নেতার নাম বলে ওনাদেরকে নিজের চাচা হিসাবে পরিচয় দেন। তারা আপনার আপন চাচা কিনা? জানতে চাইলে বলেন, আমার বাবার আপন চাচাতো ভাই। আমাদের গ্রামেই বাড়ি। আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এবং কোন রাজনীতি করেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনোটাই না। তবে মুক্তিযুদ্ধের সময় আমাদের ঘরে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল। মানারাত স্কুলে চাকুরির বিষয়ে বলেন, এটি এখন আর জামায়াতের কর্তৃত্বে নেই, যদিও পূর্বে ছিলো। এখনকার প্রিন্সিপাল মেহেদি হাসান প্রামাণিক কোনো দলীয় লোক নিয়োগ দেননি।

উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান যুবাইর মোহাম্মদ এহসানুল হক বলেন, নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আর কে কোন দল করেন সে বিষয়ে আমি জানি না, জানার কথাও না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানারাত স্কুল এখন আওয়ামী লীগের লোকজনের কর্তৃত্বে রয়েছে। এছাড়া তামিরুল মিল্লাত মাদ্রাসার বিষয়টি এড়িয়ে যান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন