December 23, 2024, 3:14 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন 

নিজস্ব প্রতিবেদকঃ মহামারী ডেঙ্গু প্রতিরোধে দক্ষিন খান থানা বিএনপির ভিন্ন রকম সচেতনতা ক্যাম্পেইন। আজ শুক্রবার ৫০ নং ওয়ার্ড দেওয়ানবাড়ী জামে মসজিদে এই ক্যাম্পেইন করা হয়।

ক্যাম্পেইনে জুমার বয়ান শেষে খুতবার আগে, প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সেগুন, ডেঙ্গু রোগের ভয়াবহতা ও এর বিস্তার এবং এ থেকে প্রতিকারের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, লোক দেখানো আমাদের উদ্দেশ্য নয়, আমরা চাই আজকের এই জুমার নামাজে অংশ নেওয়া সকল অভিভাবক ও পরিবারের সদস্যগণ, নিজ নিজ ঘরে গিয়ে এর চর্চা করব, যাতে করে, ডেঙ্গু, ধুলোবালি, আবর্জনা ও মশা মাছি মুক্ত পরিচ্ছন্ন একটি সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারি। পরে নামাজ শেষে মুসল্লিদের হাতে লিফলেট বিতরণ করা হয়।

ভিন্ন রকম এই ক্যাম্পেইন টির আয়োজন করেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দেওয়ান মো: নাজিম উদ্দিন। সচেতনতামূলক ক্যাম্পেইন মসজিদে কেন? জানতে চাইলে নাজিমুদ্দিন দেওয়ান বলেন, সু অফ করা আর মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দুইটা ভিন্ন জিনিস, সচেতনতা তৈরীর লক্ষ্যেই আমার এই উদ্যোগ, আমি মনে করি, মসজিদে আগত যতজন মুসল্লী একসাথে পাওয়া যাবে, বাড়ি বাড়ি গিয়ে এত মানুষ একসাথে পাওয়া সম্ভব নয়। আর মসজিদে মানুষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, সেই কারণেই ভিন্ন রকম এই আয়োজন বলে জানিয়েছেন বিএনপি’র এই নেতা। এসময় আরো ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন, উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক, নজরুল ইসলাম খান, উত্তর খান থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম বাবু, দক্ষিণখান থানা বিএনপি’র আহবায়ক সদস্য ময়েজউদ্দিন, সদস্য আব্দুস সাত্তার বাবুল, সদস্য কামাল হোসেন। ৫০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালাউদ্দিন খান লিটন, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম-আহবায়ক নয়ন রাজ, মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিম ভূইয়া, ৫০ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, ৫০ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান ওয়াসিম, প্রকৌশলী সৈয়দ তাজুল ইসলাম ছাত্র বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নামাজ শেষে মহল্লার বিভিন্ন অলিতে গলিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন