December 23, 2024, 2:54 am
শাহীনঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে জাপানি প্রতিনিধির একটি দল সৌজন্য সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর, ২০২৩) দুপুর ৩টায় রাজধানীর গুলশান- ২ এর নগরভবনের ৬ষ্ঠ তলার সেমিনার কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা জলাবদ্ধতা, বায়ু দূষণ, শব্দ দূষণ, মশক নিধন, স্বাস্থ্যখাত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সার্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ডিএনসিসি মেয়র তাঁর অফিসে এসে সাক্ষাতের জন্য প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান। সাক্ষাত শেষে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ৭৭জন শিল্পীর আঁকা প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।