December 23, 2024, 3:39 am
হানিফ পাঠান টঙ্গীরঃ গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। “যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ছিলেন মহান বিশ্বনেতা।
অনন্য সাধারণ এই নেতাকে ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’ আখ্যাও দেওয়া হয়।” এ স্লোগান কে সামনে রেখে রোববার সকাল ১০ টা শুরু হয় শিক্ষার্থী নতুন প্রজন্ম কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ ওতার আত্মত্যাগ আলোচনা করা হয়। বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। শুভ জন্মদিন ইতিহাসের মহানায়ক।১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শেখ মুজিব নামের এক উজ্জ্বল নক্ষত্র। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।
এ উপলক্ষে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বিষয়ক ও আত্মজীবনী তুলে ধরাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম, দক্ষতা ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।
এরপর কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ গুলজার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, সুরুজ্জামান সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক মন্ডলী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়াপাঠ করেন ধর্ম শিক্ষক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্য শিক্ষক -শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।