December 25, 2024, 2:19 pm
তামান্না আক্তার হাসিঃ উত্তরা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির “অভিষেক অনুষ্ঠান” জাক-জমক পূর্ণভাবে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি রাসেল খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন।
দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিবেদক ও দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন এর পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটির অর্থায়নে ছিলেন শিন শিন জাপান হাসপাতাল ও প্রমি এগ্রো ফুডস লিঃ।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, বিশেষ অতিথি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, অভিনেতা ওমর সানী, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান ইলিয়াস, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এক্সপোর্টার আইনুদ্দিন কামাল ( সিআইপি) , বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ মৃধা, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মেম্বার এবং নব-নির্বাচিত কমিটির সভাপতি রাসেল খান, সহ-সভাপতি মানিক খান, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মাহতাব ফারাহি, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, প্রচার সম্পাদক গাজী তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন রানা, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার পুষন, কার্যকরি সদস্য নুরুল আমিন হাসান ও সৈয়দ ইদ্রিস আলীসহ অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
উত্তরার সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিুল ইসলাম, মোঃ সেলিম কবির, কাজি রাফিক, মোঃ হুমায়ুন কবির, মোঃ গোলাম মোস্তফা, মনির হোসেন জীবন, এসএম জামান, আব্দুল মান্নান মোল্লা, শহিদুল ইসলাম, বদরুল আলম মজুমদারসহ অনুষ্ঠানে উত্তরা প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোঃ হাবিব হাসান বলেন, “সংবাদকর্মীদের পাশে আছি এবং থাকবো,মাননীয় প্রধানমন্ত্রীও সংবাদিক বান্ধব” আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের কলম শহীদের রক্তের চেয়েও শক্তিশালী এবং বিশেষ অতিথি সোহানুর রহমান সোহান ও অভিনেতা ওমর সানী তাদের বক্তব্যে বলেন, সঠিক লেখনীর মাধ্যমে সমাজের পরবির্তন আনতে হবে এবং উত্তরা প্রেস ক্লাবের যে কোন বিষয়ে পাশে থাকবনে বলে জানান।