December 23, 2024, 1:23 pm
সুধীর চন্দ্র দাশ,কক্সবাজারঃ চকরিয়ার উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
সোমবার (৬ নভেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এ শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে তিনি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইদুলহক চৌধুরীর সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতার কক্সবাজার জেলা প্রতিনিধি শাহ মো জাহেদ, প্রধান শিক্ষক হাফিজুর রহমান ছমদী,আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু তালেব চৌধুরী, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহ সভাপতি আনিসুর রহমান চৌধুরী,টিটিএন চকরিয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ, পরিচালনা কমিটির সদস্য আলী আহমদ।