October 28, 2024, 12:22 pm

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় জমি দখলকে কেন্দ্র করে আহত ৩ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল

“গ্রেফতার আতঙ্কে” কাউন্সিলরের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ॥

কয়েকটি প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকা প্রকাশিত ” গ্রেফতার আতংকে কাউন্সিলররা ” শিরোনামের সংবাদের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়াডের কাউন্সিলর জনাব আফসারউদ্দিন উত্তরা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সন্মেলন করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে রাজউক ও ব্যক্তিমালিকানাধীন প্লটে মার্কেট বানানো, দখলবাজী,ফুটপাথ ও পরিবহনে চাদাবাজীসহ জুয়া এবং ক্যাসিনো কারবার থেকে মাসে মোটা অংকের অর্থ আদায় করেন এমন অভিযোগ অস্বীকার করেন।তিনি আরো উল্লেখ করেন , এটি আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার নামান্তর। তিনি দশবছরে হাজার কোটি টাকার মালিক বনেগেছেন এই অভিযোগ ভিত্তিহীন বলে জানান।

তিনি বলেন, কিছু অর্জন তার পৈত্রিক সম্পত্তি এবং সম্পদ থেকে । এর বায়রে সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি আরো বলেন, তিনি কোন অনৈতিক কাজের সাথে জড়িত নন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সাংবাদিকরা জানতে চান , কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি কোন পক্ষ নিদৃষ্ট করতে পারেননি এবং সন্তোষজনক উত্তর দিতে পারেননি।তবে তিনি তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত না করে কার বিরুদ্ধে মামলা করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি তার মানষিক অবস্থা ভালো নয় বলে জানান। যদিও তিনি প্রেস রিলিজে উত্তরার ক্যাসিনো ব্যবস্যা নেই বলে জানিয়েছিলেন , বাস্তবতা কিন্তু ভিন্ন। উত্তরায় প্রথম দিন অভিযানে একটি ক্যাসিনো সিলগালা হয়ে বন্ধ আছে। তাতে তার সসম্পৃক্ততা আছে কি না জানা যায়নি।

আরো উল্লেখ্য যে, পত্রিকাগুলোর নিউজে ঢাকা ১৮ আসনের এমপি সাহারা খাতুনের পিএস মজিবর রহমানের  নামও কাউন্সিলর আফছার উদ্দীন খানকে সহায়তার অভিযোগেউঠে এসেছে , এই সকল ঘটনার সাথে উঠে এসেছে।তবে তার বক্তব্য এখন পাওয়া যায়নি 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন