December 23, 2024, 8:16 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ যশোরের কেশবপুর উপজেলা থেকে বরুন সরকার ৭ দিন নিখোঁজ হয়েছেন। খোঁজাখুঁজির করে পাওয়া না যাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি করা হয়েছে।
ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চুয়াডাঙ্গা গ্রামের জয়গোবিন্দ সরকারের ছেলে বরুন সরকার (৬৫) গত রোববার (১০ ডিসেম্বর) পরিবারের লোকজনের প্রতি অভিমান করে ঘর থেকে বেরিয়ে যান। তার শরীরে হাফ হাতা টি-শার্ট। মাথায় ছোট-খাটো চুল আছে।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজির করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই। এমতবস্থায় নিখোঁজ বরুন সরকারের ভাই নিরজ্ঞন সরকার উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য কেশবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন, যার নম্বর ৬১৯ ও তারিখ ১৪/১২/২০২৩ইং। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা। যোগাযোগ মোবাইল নম্বর
01726746714।