November 14, 2024, 10:46 pm

সংবাদ শিরোনাম :
কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের  সাথে সচেতনতামূলক সভা  বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা  হযরত শাহজালাল বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান  লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত দালাল শূণ্য রুপে দেখা যায় মিরপুর বিআরটিএ কার্যক্রম সার্কেল-১ এর কয়রা উপজেলা উপজেলা সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর কয়লা লঞ্চঘাটের সড়কটির বেহাল অবস্থা ডিএনসিসির অভিযানে এবার শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ আদিতমারীতে ২৫০বোতল ফেনসেডিলসহ নার্গিস আক্তার গ্রেফতার পাইগাছায় হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কয়রা আবারও একটি মিললো অজগর সাপ

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ২৮৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পরেশ দেবনাথঃ কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি/২০২৪-২০২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২৪) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের চত্বরে ২৮৮০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা আক্তার এর সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ২৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১৮০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি শীতকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেঁসারি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি অড়হর বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

আলতাপোল গ্রামের জামিনুর, নুরুজ্জামান, এরশাদ, বাবলুর রহমান, জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামছুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা

কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল মোমিন, সোহেল পারভেজ, মাসুম বিল্লাহ, আব্দুর রশিদসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন