December 22, 2024, 10:42 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিটুনের প্রয়াত পিতার শ্রাদ্ধানুষ্ঠান রোববার (১১ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক প্রয়াত হরিপদ কুণ্ডু বার্ধক্য জনিত কারণে ২৫ জানুয়ারী-২৪ পরলোকগমন করেন। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
বড় ছেলে সব্যসাচী (হারাধন) কুণ্ডু জানান, পিতার শ্রাদ্ধানুষ্ঠানে আমরা আমাদের আত্মিয়-স্বজন শুভাকাঙ্খীসহ ৯ শত জনকে নিমন্ত্রন করেছি। আমার পিতার আত্মার শান্তির জন্য আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদই আমাদের কাম্য।
পুলিশ সুপার মিটুন ও বড় ছেলে সব্যসাচী (হারাধন) কুণ্ডু প্রত্যেককে ষোল আনা পয়সা দিয়ে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রয়াত হরিপদ কুন্ডু’র বড় ছেলে সব্যসাচী (হারাধন) কুণ্ডু যশোর লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, ছোট ছেলে মিন্টুন কুণ্ডু পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া এক মেয়ে প্রাইমারি স্কুল শিক্ষিকা, অন্যজন উচ্চ শিক্ষায় শিক্ষিতা।