October 23, 2024, 3:28 am

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

কেশবপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিটুনের  পিতার শ্রাদ্ধানুষ্ঠান 

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিটুনের প্রয়াত পিতার শ্রাদ্ধানুষ্ঠান রোববার (১১ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক প্রয়াত হরিপদ কুণ্ডু বার্ধক্য জনিত কারণে ২৫ জানুয়ারী-২৪ পরলোকগমন করেন। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

বড় ছেলে সব্যসাচী (হারাধন) কুণ্ডু জানান, পিতার শ্রাদ্ধানুষ্ঠানে আমরা আমাদের আত্মিয়-স্বজন শুভাকাঙ্খীসহ ৯ শত জনকে নিমন্ত্রন করেছি। আমার পিতার আত্মার শান্তির জন্য আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদই আমাদের কাম্য।

পুলিশ সুপার মিটুন ও বড় ছেলে সব্যসাচী (হারাধন) কুণ্ডু প্রত্যেককে ষোল আনা পয়সা দিয়ে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।

প্রয়াত হরিপদ কুন্ডু’র বড় ছেলে সব্যসাচী (হারাধন) কুণ্ডু যশোর লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, ছোট ছেলে মিন্টুন কুণ্ডু পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া এক মেয়ে প্রাইমারি স্কুল শিক্ষিকা, অন্যজন উচ্চ শিক্ষায় শিক্ষিতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন