December 22, 2024, 10:33 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

কলকাতার নায়িকা শুভশ্রীর হানিমুন ২৩ ফেব্রুয়ারীতে ; বর তাহলে কে ?

ডেক্স নিউজ – আগামী ২৩ ফেব্রুয়ারি আমাদের  “হনিমুন’’ বললেন নায়িকা শুভশ্রী । আর এই ‘হনিমুন’-এ শুভশ্রীর ‘বর’ সোহম । জানা যায়  সুরিন্দর ফিল্মস এবং গ্রিন টাচ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় প্রেমেন্দুবিকাশ চাকীর ছবি ‘হনিমুন’ মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি । সেখানেই সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শুভশ্রী ।
শুভশ্রীর বলেন ‘‘এই ছবিতে আমার চরিত্র, জয়তী খুব সাধারণ একটি মেয়ে। সকলেই রিলেট করতে পারবেন। মেয়েটির এক বছর বিয়ে হয়েছে। কিন্তু হাজব্যান্ড এখনও হনিমুনে নিয়ে যায়নি। সেটা নিয়েই বরের সঙ্গে ঝগড়া। বরের বস আবার খুব রিজিড। তিনি ছুটি নেওয়া একেবারে পছন্দ করেন না। মাঝখান থেকে বরটা ফেঁসে গিয়েছে’’ হাসতে হাসতে শেয়ার করলেন নায়িকা।
শুভশ্রীর বরের চরিত্রে রয়েছেন সোহম। জমজমাট হাসির এই গল্পে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। সোহমের বসের চরিত্রে দেখা যাবে তাঁকে। হাসির গল্পের শুটিংয়ে প্রত্যেকটা দিনই নাকি হাসতে হাসতেই কাজ করেছে গোটা টিম, এমনটাই জানালেন শুভশ্রী। তাঁর কথায়, ‘‘কলকাতা, নর্থ বেঙ্গল আর ব্যাঙ্ককে শুটিং করেছি আমরা। সোহম ছিল, রুদ্রদা ছিল, রঞ্জিত আঙ্কেল ছিলেন, আলাদা করে কোনও নির্দিষ্ট ঘটনার কথা হয়তো বলতে পারব না। কিন্তু এভরি ডে ওয়াজ ফান ডে।’’

সমরেশ বসুর গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । হাসির রোলার কোস্টারে দর্শকদের পৌঁছে দেবে টিম ‘হনিমুন’ । শুভশ্রী বললেন, ‘‘ছবির গল্পটা নিয়ে আমার এক্সপেকটেশন রয়েছে। প্রচণ্ড হাসির একটা ছবি । সহজ গল্প। দর্শক দেখে রিল্যাক্স করতে পারবেন ।’’
আরও পড়ুন, শুভশ্রীর সিভিতে ‘রসগোল্লা’!
এই মুহূর্তে ‘হনিমুন’ নিয়েই মেতে রয়েছেন শুভশ্রী । তবে নিজের পছন্দের হনিমুন ডেস্টিনেশান জানতে চাইলে, এড়িয়ে গেলেন সেই উত্তর । আপনার নেক্সট প্রজেক্ট ? নায়িকা শেয়ার করলেন, ‘‘এখন আর কোনও ছবি করছি না । স্ক্রিপ্ট আসছে। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করছি ।’’
আরও পড়ুন, দেবলীনা কি আপনার গার্লফ্রেন্ড ? মুখ খুললেন গৌরব
‘হনিমুন’- এর গানের দায়িত্ব সামলেছেন স্যাভি। বাবা যাদব কোরিওগ্রাফ করেছেন। ‘আমার আপনজন’-এর পর সোহম-শুভশ্রী জুটি ফের দর্শকদের কতটা আনন্দ দেবে, তার অপেক্ষায় রয়েছে সিনেমার দর্শকরা । তবে পর্যবেক্ষকরা বলছেন হানিমুনে রসায়ন জমবে ভালো সোহম ও শুভশ্রীর ।

তথ্য ও ছবি – ইন্টারনেট ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন