December 24, 2024, 2:58 am
সুধীর চন্দ্র দাশ,কক্সবাজারঃ “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২২ এপ্রিল সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাহাব উদ্দিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ, চকরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান, মেরিন ফিশারীজ অফিসার মোসাদ্দেকুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মনোয়ারা বেগম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকতা জয়নাল আবেদীন কুতুবী। এই সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে ১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী , ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, জেসমিন হক জেসি, উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হোছাইন, বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , উপজেলা সমাজসেবা অফিসার আমজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন দূর্নীতি রিপোর্ট ২৪ ডট কম কক্সবাজার প্রতিনিধিকে জানান প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ষাড়, বকলা বাছুর, মহিষ, ছাগল, ভেড়া, কোকিল পাখি, দুদ্ধজাত পণ্য এর স্টলসহ প্রায় অর্ধশতাধিক খামারী অংশগ্রহণ করেন এবং ১২ জন খামারী ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সেবা সপ্তাহ উপলক্ষ্যে খুটাখালী , চিরিংগা, সাহারবিল ইউনিয়নে প্রায় ৫ শতাধিক গরু-ছাগলকে বিনামূল্যে টিকা প্রদান, কৃমিনাশক ঔষুধ ও একটি মাদ্রাসায় ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে দুগ্ধপান করানো হয়।