December 25, 2024, 6:19 am
সুধীর চন্দ্র দাশঃ কক্সবাজার জেলায় সর্বপ্রথম ট্রমা সেন্টার চকরিয়া উপজেলা পৌর শহরে প্রধান সড়ক সংলগ্ন ২৬ শে মার্চ মঙ্গলবার অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ “চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার” বিকাল ৩ ঘটিকায় হাসপাতালের নিজস্ব মিলনায়তনে শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম এমপি। চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডাঃ গোলাম মোস্তফা নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ শোভন দত্ত, কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর বাংলাদেশ স্টাডিস এর পরিচালক অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন,পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, চকরিয়া হাইওয়ে ইনচার্জ নাছির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার মো: আব্দুল মান্নান, ডাঃ নুর মোহাম্মদ,ডাঃ সুকান্ত দেব নিশু, ডাঃ এম আরাফাতুল ইসলাম, ডাঃ সাঈমুল ইসলাম, ডাঃ সাদ্দাম হোসাইন, হাসপাতালের জেনারেল ম্যানেজার মুবিনুল হক, সাংবাদিকবৃন্দ, হাসপাতাল এর পরিচালকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও হাতপাতালের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
হাসপাতালের জেনারেল ম্যানেজার দুর্নীতি রিপোর্ট ২৪ ডটকমের জেলা প্রতিনিধিকে জানান, সি-আর্ম (যার মাধ্যমে না কেটে অপারেশন করা), ৫০০ এমএ এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ব্লাড কালচার, ইউরিন কালচার, স্পাইরোমোট্রি টেস্ট, ৫ পার্ট হেমাটুলজি (সিবিসি), নিউনেটাল (বেবি কেয়ার ইউনিট),হরমোনাল অ্যাসে (ক্যান্সার প্রোফাইল সহ), এসি সহ জেনারেল ওয়ার্ড, মহিলা, পুরুষ ও শিশু ওয়ার্ড, এসি কেবিন, (ভি.আই.পি কেবিন), বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারি, ২৪ ঘন্টা জরুরী বিভাগ ও ফার্মেসী, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস সহ রোগীর যাবতীয় সুযোগ-সুবিধা সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে সেবা থাকবে এই হাসপাতালে।