December 23, 2024, 8:24 am
এসেছে বসন্ত, এসেছে বসন্ত
দিক দিগন্ত করে সজীব
করে আলোকিত।
তিমির ভেদে ফুটল রবি
নিরবতা কেটে সরব
ঘুমন্ত বিবেক করে জাগ্রত
এসেছে বসন্ত, এসেছে বসন্ত।
জুলুম নির্যাতন দাফন
তুলে এক আল্লাহর স্মরণ
জীবে করে প্রানবন্ত
এসেছে বসন্ত, এসেছে বসন্ত।
কাবারও কাবা, মারহাবা মারহাবা
মুহিব্বিল ফোকরা এলো
মানবতা করে জীবন্ত
এসেছে বসন্ত, এসেছে বসন্ত।
খুশি আসমান জমিন
কুল কায়েনাত আনন্দিত
আল্লাহ নিজেই স্বয়ং পুলকিত
এসেছে বসন্ত, এসেছে বসন্ত।
মোস্তাফার আগমনে আনন্দের বন্যা
মুমিন সকল ঈদে
কে আছো উঠে পড়
রহমতের কিস্তি চলন্ত
এসেছে বসন্ত, এসেছে বসন্ত
এম সাইফুল ইসলাম নেজামী