October 22, 2024, 3:42 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: নীপা চৌধুরী

তাছলিমা তমাঃ ঢাকা-১৮ আসনের খিলক্ষেতের আমিরজান কলেজের ১১তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান নীপা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সবুজ মিয়া, আমিরজান ক‌লে‌জের সম্মা‌নিত উপাধ্যক্ষ, কলেজের সহকারী অধ্যাপকগণ, প্রভাষকবৃন্দ ও অন্যান্য অ‌তি‌থিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নীপা চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের কর্ণধার ও দেশের ভবিষ্যৎ। শিক্ষা মানব সমাজের অমূল্য সম্পদ। শিক্ষাকে পাশ কাটিয়ে উন্নত মেধাসম্মত দেশ গড়ে তোলা সম্ভব নয়। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে।

তিনি আরও বলেন, তোমাদের এই বিদায় নেওয়াটা যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অমিত সম্ভাবনা মেলে ধরার বিদায়। ভবিষ্যতে তোমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়ে দেশের সেবায় ভূমিকা রাখবে। তোমাদের উচিত হবে নিজেদের ক্যারিয়ার গঠনে আরও বেশি মনোযোগী হওয়া।

এসময় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখি, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান নীপা চৌধুরী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন