December 23, 2024, 3:22 am
জমি দখল সহ অর্থ আত্মসাত ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে রুপায়ন সিটির বিরুদ্ধে
তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় সংলগ্ন রুপায়ন সিটির সামনে শনিবার সকাল ১১ টায় জমি দখলসহ অর্থ আত্মসাৎ এবং সন্ত্রাসী কার্যকলাপের কারনে রুপায়ন সিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন কয়েক হাজার ভুক্তভোগী।
এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, রুপায়ন হাউজিং এস্টেটের মালিক এল এ, মুকুল ও তার ভাই আলি আকবর খান রতন আওয়ামী লীগের বড় দালাল, তিনি আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে হাজার মানুষের জমি আত্মসাৎ করেছেন এবং বনানী এফ আর, টাওয়ারের ২৭জন নিহত মানুষের হত্যাকারি, তারা দুজনেই ভুমি দস্যু এবং প্রতারক।
এমনই একজন ভুক্তভোগী হাজী মোঃ মোস্তফা জামান গণমাধ্যমকে বলেন, আমার প্রায় ৩৬ বিঘা সম্পত্তি আমি ও আমার পরিবারকে কোনো টাকা পয়সা না দিয়ে জোর পূর্বক রুপায়ন সিটিতে অন্তর্ভুক্ত করে ক্ষমতার ভয় দেখিয়ে জমি রেজিষ্ট্রি করে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন, রুপায়ন সিটির মালিক ও তার ভাই আমাকে সর্বশান্ত করে দিয়েছেন, আমার সারাজীবনের আয় রুজি আমার জমি ও ফ্ল্যাট তারা দখল করে রেখেছেন কিছু বললেই মৃত্যুর হুমনি প্রদান করেন ।
এসময় প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের রুপায়ন সিটির প্রধান সড়ক বন্ধ হয়ে যায় । পরে সেনাবাহিনীর অনুরোধে রুপায়ন সিটির প্রবেশ মুখ উম্মুক্ত করে দেওয়া হয় । এবং পুলিশ ও সেনাবাহিনী ভুক্তভোগীদের আইনি সহযোগীতার আশ্বস্ত প্রদান পরলে ভুক্তভোগীরা তাদের মানববন্ধন ও সমাবেশ সমাপ্ত ঘোষণা করে।