December 23, 2024, 8:53 am
মনির হোসেন জীবন – রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরের ১৫ তলা বিশিষ্ট বহুতল” সাঈদ গ্র্যান্ড সেন্টারের” আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ২২টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার ভোর ৪ টা ৪০ মিনিটের সময় ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
তবে, এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দু’জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তারা হলেন, শামীম (টঙ্গি স্টেশন) ও বাদন (উত্তরা স্টেশনে) কর্মরত। এদের মধ্যে শামীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্হে ছুটে আসেন এবং পরিদর্শন করেন। এসময় উত্তরা পশ্চিম থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।
আজ সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানান। এদিকে, ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১ টা ১৮ মিনিটের সময় উত্তরা পশ্চিম থানার সেক্টর-৭, উত্তরা এ সাঈদ গ্র্যান্ড সেন্টারের ৭ম, ৮ম ও ৯ম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুত্বের মধ্যে আগুন অন্যান্য রুমে (চারপাশে) ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১ টা ২৬ মিনিটে দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে ৮ টি ফায়ার স্টেশন থেকে মোট ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। এর মধ্যে উত্তরা থেকে ৪ টি, টঙ্গি থেকে ৩ টি, কুর্মিটোলা ৩ টি, বারিধারা ২ টি, তেজগাঁও ৩ টি, মিরপুর ১ টি, পল্লবী ২ টি সিদ্দিকবাজার হেডকোয়ার্টার থেকে ৬ টিসহ ২২টি ইউনিটের চেষ্টায় আজ ভোর রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটের সময় ওই লাগা আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয় করে ফায়ার সার্ভিস। তিনি জানান, অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এঘটনায় আজ একটি তদন্ত কমিটি গঠন করার হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।