October 23, 2024, 3:19 pm

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

উত্তরায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত।

মনির হোসেন জীবন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উত্তরায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ শাহাদাত বরণ করেন।

গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠাণসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনের মধ্যদিয়ে উত্তরা পূর্ব থানাসহ ঢাকা-১৮ আসনে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান।

মঙ্গলবার দুপুরে ও বিকেলে উত্তরা পূর্ব থানা, পশ্চিম থানা, উত্তরখান, দক্ষিনখান, তুরাগ, ও বিমানবন্দর থানা, বিভিন্ন ওয়ার্ড, ইউনিটে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান (এমপি), ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা এস, এম তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযুদ্বা আলহাজ মো: নাসির উদ্দীন, বীরমুক্তিযুদ্বা আলহাজ্ব কুতুব উদ্দীন, আলহাজ্ব মো: মফিজ উদ্দিন ব্যাপারী, ডিএনসিসি -১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আফসার উদ্দীন খান, ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমান, আলহাজ্ব মোতালেব মিয়া, জাহাঙ্গীর আলম যুবরাজ, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মতিউল হক, তুরাগ থানা আওয়ামীলীগ নেতা মো: নুরুল ইসলাম মোল্লা সুরুজ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: নাজিম উদ্দীন, মো: জামাল উদ্দীন, মহানগর যুবলীগ নেতা মো: আবুল কালাম রিপন, আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু নিত্যচন্দ ঘোষ, যুগ্ন আহবায়ক নাছির উদ্দীন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মো: সাদেকুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন সিরাজী, ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও মো: মোস্তফা মাতাব্বর ও যুবলীগ নেতা তৈয়্যাবুর রহমান সহ বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মী এবং মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।

মঙ্গলবার বাদ জোহর ও সুবিধাজনক সময়ে উত্তরা পূর্ব থানা সহ উত্তরা থানা এলাকা সকল মসজিদ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ, বিশেষ মোনাজাত ও দলীয় কার্যালয়ে প্রার্থনা করা হয়। এছাড়া সরকারি হাসপাতাল, শিশু পরিবার, অসহায়, গরিব ও দুঃস্হদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন