December 24, 2024, 4:27 pm

সংবাদ শিরোনাম :
দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৪ অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

অবৈধ দখলদারদের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে, বললেন মেয়র আতিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

তামান্না আক্তার হাসিঃ খালের জায়গা দখল করে যারা স্থাপনা গড়েছেন তাদের ফের হুঁশিয়ারি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের সীমানা নির্ধারণের কাজ চলছে, সেখানে বসানো হবে পিলার। সীমানার মধ্যে কারও বাসা, বৈঠকখানা, অফিস পড়তে পারে কিন্তু কেউ রেহাই পাবেন না। অবৈধ দখলদারদের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

আজ রবিবার (৬ মার্চ) রাজধানীর উত্তরখান এলাকার কাঁচকুড়া হাইস্কুল মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ ১) প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালগুলো উদ্ধার করে আমরা পানিপ্রবাহ ফিরিয়ে আনব উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, সে জন্য খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানোর কাজ চলছে। আমরা চাই খালগুলোতে নৌকা চলবে, খালের পাড়ে হবে ওয়াকওয়ে, থাকবে সাইকেল লেন, সবুজে ভরা গাছ-গাছালি। সবুজের শহর, অক্সিজেনের শহর গড়তে চাই আমরা। আমরা ইতোমধ্যে লাউতলা খাল উদ্ধার করেছি, যেটি ১৬ বছর ধরে দখল ছিল।
ডিএনসিসি মেয়র বলেন, আমরা গুলশান লেক, বারিধারা লেকে মাছ ছাড়তে গিয়ে দেখেছি সেখানে উপযুক্ত পরিবেশ নেই। অভিজাত এলাকাতেও পয়ঃবর্জ্যের লাইন ড্রেন, খালে দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। বাসাবাড়িতে নিজ উদ্যোগে সেফটি ট্যাংক বসাতে হবে। না হলে পরিবেশ দূষণ হচ্ছে। এ বিষয়ে সবাই সচেতন না হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
মেয়র আতিক বলেন, স্মার্ট ঢাকা গড়তে আমরা কাজ করে যাচ্ছি। শহরে আমরা ৫২ হাজার স্মার্ট বাতি লাগানোর টার্গেট নিয়েছি, যার মধ্যে ৩৬ লাগানো হয়েছে। এগুলো স্মার্টলি স্মার্ট ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়। ১ এপ্রিল থেকে ডিএনসিসির আওতাধীন সব ট্যাক্স গ্রাহকরা অনলাইনে দিতে পারবেন। এ ছাড়া নগরবাসী যেন তাদের যে কোনো অভিযোগ ভোগান্তিহীনভাবে ডিএনসিসিকে জানাতে পারে সে কারণে আমরা সবার ঢাকা অ্যাপ এনেছি। যার মাধ্যমে যে যার এলাকার সমস্যার কথা আমাদের জানাতে পারছেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ২০টি পার্ক অত্যন্ত আধুনিকভাবে সাজানো হয়েছে। পাশাপাশি আধুনিক সুবিধাসম্মিলিত খেলার মাঠও আমরা প্রস্তুত করেছি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দক্ষিণখানের কসাইবাজার থেকে উত্তরখানের কাঁচকুড়া বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের মধ্যে দিয়ে নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের মেগা প্রজেক্টের কাজ শুরু হবে। নবগঠিত ১৮টি ওয়ার্ডে মেগা প্রকল্পের আওতায় চলতি মাসেই কাজ শুরু হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন