December 23, 2024, 7:57 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডে বিআরটি প্রকল্পের কাজ করার সময় প্রাইভেট কারের উপরে গাডার পরে পাঁচজনের মৃত্যু

তামান্না আক্তার হাসিঃ রাজধানীর উত্তরায় দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের ওপর থেকে গার্ডারটি সরানো হয়েছে। পরে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে ফ্লাইওভারের গার্ডার পড়ে হতাহত হওয়া ব্যক্তিরা ঢাকায় একটি বউভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। ঢাকা থেকে গাজীপুরের দিকে চলন্ত অবস্থায় প্রাইভেট কারের ওপর গার্ডারটি পড়ে।

পুলিশ বলছে, বিআরটি প্রকল্পের কাজ চলার সময় ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। ক্রেন উল্টে সেটি প্রাইভেট কারের ওপর পড়ে। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গার্ডার পড়ে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পরপর গাড়ি থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

তবে এরপর প্রাইভেট কারের ভেতরে চালকসহ চারজন আটকা পড়েন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোহসীন বলেছেন, ‘গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে অন্তত তিনজন মারা গেছেন বলে আমরা মনে করছি।’

দুর্ঘটনার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। তাতে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। তিন ঘণ্টা পরও প্রাইভেট কারের ওপর থেকে গার্ডারটি সরাতে পারেননি তাঁরা।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) আশিকুর রহমান। প্রাইভেট কারে কারা ছিলেন, সে বিষয়ে কিছু জানা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তাঁরা একটি বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। স্বজনেরা জানিয়েছেন, তাঁরা উওরার কাওলার আশুলিয়া যাচ্ছিলেন। তবে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাইভেট কারে চালকসহ ছয়জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়ির ভেতরে তিনজনকে দেখা গেছে। তবে এর চেয়ে বেশি মানুষ থাকতে পারেন। গাড়িতে একটি শিশুকে এক নারীর কোলে দেখা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন