December 23, 2024, 4:16 pm
নঈমুল আলমঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র প্রধান ফটকের সামনের এপ্রোচ সড়ক উন্নয়ন কাজ শুরু হয় গত বছরের জানুয়ারি থেকে। তখন থেকেই গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা কর্মচারী, প্রশিক্ষণার্থী, কিন্ডারগার্ডেন স্কুলের কোমলমতি শিশুসহ যাতায়াতকারী সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের দুর্ভোগ শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে।
চলতি মাসের ২৬ জানুয়ারি কাজের মেয়াদ শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখনও কাজ শেষ করতে পারেনি। এক বছরে সড়কের দু’ পাশে ড্রেনের কাজের মোট অগ্রগতি ৬০ শতাংশ হলেও মূল সড়কের কাজ এখনো শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাঃ লিমিটেড।