December 22, 2024, 10:50 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

৮ম বিজিএমইএ কাপ-২০২৩” এর চ্যাম্পিয়ন ইভিন্স গ্রুপ

তামান্না আক্তারঃ আজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত “৮ম বিজিএমইএ কাপ-২০২৩” এর ফাইনালে ইভিন্স গ্রুপ ৩-১ গোলে মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিঃ কে পরাজিত করে ১মবারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিজিএমইএ কাপ-২০২৩ ট্রফি ঘরে তুলে নিল ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) জনাব খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ’র পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন জাহান তিথিসহ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং পোশাক শিল্পের বিশিষ্ট উদ্যোক্তাগন, খেলোয়ার এবং স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলা শুরু হওয়ার মাত্র ২৮ সেকেন্ডে মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিঃ এর নাফিজ সুচনা গোল করলেও ফাইনাল ম্যাচে ইভিন্স গ্রুপ ৩-১ গোলে জয়লাভ করে । ইভিন্স গ্রুপ এর সালাউদ্দিন উক্ত ম্যাচে ২ গোল করে ম্যান অব দ্যা ফাইনাল হন। মোস্ট ভ্যালুয়েবল খেলোয়ার হিসেবে ইভিন্স গ্রুপের আতিক শাহরিয়ার রায়হান যিনি উক্ত ম্যাচেও ১ গোল করেন এবং শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে মোঃ রাব্বি একই দল হতে পুরস্কৃত হন ।

টুনামেন্টের সেরা প্লে মেকার খেলোয়ার হিসেবে বান্দো ডিজাইন লিঃ এর মোঃ ইমরানুর রহমান এবং একই দলের রাহবার খান টপ স্কোরার হিসেবে পুরস্কৃত হন। বাংলাদেশর পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃক আয়োজিত ৮-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো ৯ নভেম্বর ২০২৩ শুরু হয়ে ২৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত উত্তরা ৪ নম্বর কল্যাণ সমিতি মাঠে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আজ ফাইনাল খেলাটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ১৬টি কারখানার মধ্য ও উচ্চ ব্যবস্থাপনা পর্যায়ের ১৬টি দল ৪(চার) গ্রæপে বিভক্ত হয়ে অংশগ্রহন করবে। চ্যাম্পিয়ানসহ ৯টি দলকে পুরষ্কার দেয়া হয়।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী সনামধণ্য ১৬টি প্রতিষ্ঠানগুলো হলো- কমফিট কম্পোজিট, টিআরজেড গ্রুপ, শ্রাবনি নিটওয়্যার, টুসুকা গ্রুপ, সেতারা গ্রুপ, হোসেন গ্রুপ, মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিঃ, সায়েম ফ্যাশনস, ফকির ফ্যাশন, এশিয়ান অ্যাপারেলস, অ্যাপারেলস ভিলেজ, অ্যাসপায়ার গার্মেন্টস, কিমস কর্পোরেশন, ইভিন্স গ্রুপ, লায়লা গ্রুপ এবং বান্দো ডিজাইন। ।

টূর্নামেন্ট আয়োজনে শেলটেক সিরামিকস, তুরাগ অ্যাক্টিভ এবং টি-স্পোর্টস পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করছে। প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং গ্রীন টেক্সটাইল লিমিটেড (এপিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান)।

প্যাসিফিক জিন্স, ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট, টুয়েলভ ক্লোদিং, পোর্সেলানোসা বাংলাদেশ এবং লায়লা গ্রুপ গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করছে। ভেন্যু পার্টনার হিসেবে উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি, ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা এবং ফিটনেস পার্টনার হিসেবে মুভমেন্ট সলিউশনস বিডি ফুটবল টূর্নামেন্ট আয়োজনে সহযোগিতা প্রদান করছে।বিজিএমইএ কাপ ২০২৩ শুধুমাত্র ফুটবলের উদযাপনই নয়, এটি বাংলাদেশের পোশাক শিল্পের ঐক্য ও চেতনার প্রতিচ্ছবি।

উল্লেখ্য যে, মোঃ ইমরানুর রহমান বিজিএমইএ’র একজন পরিচালক এবং বান্দো ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ; একজন উৎসাহী ফুটবলার যিনি ২০১৬ সালে পোশাকশিল্পের কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট বিজিএমইএ কাপ শুরু করেছিলেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন