December 22, 2024, 10:33 pm
তামান্না আক্তার হাসিঃ আজ দুপুর আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম, এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।
ব্রিগেঃ জেনাঃ মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম (অবঃ),ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী,ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী,লেঃ কর্নেল সাইফুল ইসলাম,
লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ), কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।
বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ড্যাটারান। টুর্ণামেন্টে ৭৯৯ জন গলফার অংশগ্রহন করেছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।
উক্ত টুর্ণামেন্টে ব্রিগেঃ জেনাঃ মোঃ তৌহিদ হোসেন ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ উইং কমান্ডার এম সাইফুল ইসলাম (অবঃ), সিনিয়র উইনারঃ মেজর শেখ হাবিবুর রহমান (অবঃ), লেডি উইনারঃ নিলা আজিজ এবং জুনিয়র উইনারঃ মাস্টার মুনতাকিম পুরস্কার প্রাপ্ত হন।