October 22, 2024, 7:27 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

৪ দিন ব্যাপি ১৩ তম টয়োটা-নাভানা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

তামান্না আক্তার হাসিঃ আজ দুপুর আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম, এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।
ব্রিগেঃ জেনাঃ মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম (অবঃ),ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী,ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী,লেঃ কর্নেল সাইফুল ইসলাম,

লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ), কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।

বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ড্যাটারান। টুর্ণামেন্টে ৭৯৯ জন গলফার অংশগ্রহন করেছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।

উক্ত টুর্ণামেন্টে ব্রিগেঃ জেনাঃ মোঃ তৌহিদ হোসেন ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ উইং কমান্ডার এম সাইফুল ইসলাম (অবঃ), সিনিয়র উইনারঃ মেজর শেখ হাবিবুর রহমান (অবঃ), লেডি উইনারঃ নিলা আজিজ এবং জুনিয়র উইনারঃ মাস্টার মুনতাকিম পুরস্কার প্রাপ্ত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন