December 23, 2024, 4:19 pm
তামান্না আক্তারঃ ১৫/০৬/২০২৪ তারিখে ডেসকো সহকারী প্রকৌশলী জনাব মোঃ ওয়ারেছ আলী(৪৪), বিক্রয় ও বিতরণ বিভাগ, শাহ কবির, ডেসকো, চালাবন, ভাই ভাই মার্কেট, থানা-দক্ষিণখান, ঢাকা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, ইং ১৫/০৬/২০২৪ তারিখ রাত অনু-১.১৫ ঘটিকা হতে ৩.৩০ ঘটিকার মধ্যে ডেসকোর প্রায় ১৬০ মিটার ভূগর্ভস্থ (৩৩ কেভি) বিদ্যুৎ লাইনের কপার ক্যাবল যাহার সর্বমোট মূল্য ১৯,২০,০০০/-(ঊনিশ লক্ষ বিশ হাজার) টাকা চুরির বিষয়ে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের বিষয়ে সূত্রোক্ত মামলা রুজু হইলে এসি দক্ষিণখান জোন, অফিসার ইনচার্জ , দক্ষিণখান থানা, মামলা তদন্তকারী অফিসার এসআই(নিঃ) আন্নান উল আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুধর্ঘ চোর/চুরি চক্রের ০৬(ছয়) সক্রিয় সদস্য ১. জাহিদুল ইসলাম সুমন(৪০), পিতা-মৃত আনসার আলী দেওয়ান, মাতা-মৃত জবেদা বেগম, সাং- গোপালপুর, থানা- টঙ্গীপূর্ব, গাজীপুর, ২. মোঃ রিপন (৩৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা- রুপেনা বেগম, সাং- হাটপাগলা, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ, ৩. মোঃ জামরা হাওলাদার(৩৩), পিতা- মান্নান হাওলাদার, মাতা- রওশন আরা বেগম, সাং-কামলা, থানা-মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, ৪. মোঃ মিলন (৩৪), পিতা- মোঃ চানমিয়া, মাতা- সুপিয়া খাতুন, সাং-গোলক নগর, থানা-শৈলকুপা, জেলা- ঝিনাইদহ, ৫. মোঃ লিটন ফরাজী(৩০), পিতা-জহিরুল ইসলাম, মাতা-কিরণ বেগম, সাং- রসুলপুর, থানা-শশীভূষণ, জেলা-ভোলা এবং ৬. মোঃ আলামীন বেপারী(২৮), পিতা- মোঃ কবির ব্যাপারী, মাতা- সামছুরা বেগম, সাং- রসুলপুর, থানা-শশীভূষণ, জেলা-ভোলা কে গ্রেফতার পূর্বক তাদের দখল হইতে ৯০(নব্বই) মিটার ভূগর্ভস্থ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কপার ক্যাবল মূল্য অনুমান ১০,৮০,০০০/-(দশ লক্ষ আশি হাজার) টাকা, চুরির সরঞ্জাম এস্কভেটর ও চোরাইমাল পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক উদ্ধারকরা হয়। (দক্ষিণখান থানার মামলা নং-২৫, তারিখ-১৫/০৬/২০২৪খ্রি, ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড)