October 23, 2024, 5:22 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

২০০ শতাধিক নাগরিককে শীতবস্ত্র বিতরন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রামঃ এত্ত্যি কাহোই আসেনাই বাহে, তোমরা আসিলেন কম্বল নিয়ে, তোমাক ধন্যবাদ~এরকমই বলছিলেন চর রাজীবপুর উপজেলার ঢুষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া। সখিনা বেওয়া, সুরুজ ভান, কছভান এবং আমেনার মতো অনেকেই শীতবস্ত্র হাতে পেয়ে বলছিলেন এতো জারের মধ্যে হামার এত্ত্যি কাহোই আসেনাই, আইজ পুলিশ আইসছে কম্বল নিয়ে, হামরা খুব খুশি, হামরা ওমার জন্যি দোয়া করি।

সোমবার ( ১৫ জানুয়ারি ) চর রাজীবপুর উপজেলার ঢূষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক সম্মানিত নাগরিককে সদাশয় সরকারের পক্ষে শীতবস্ত্র বিতরন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। হাড়-কাপানো এই শীতে শীতবস্ত্র পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়েপড়া মানুষেরা। শীতবস্ত্র বিতরনের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মিষ্টি ও চকলেট বিতরন করা হয়।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করছে। আমরা আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাড়াতে পেরে ভাল ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত রাখবো।

জেলা পুলিশ কুড়িগ্রামের শীতবস্ত্র বিতরনের ক্ষণে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ যোবায়ের আল মুকুল, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান, টিআই সদর ট্রাফিক বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন