December 23, 2024, 4:05 am
সুধীর চন্দ্র দাশ,কক্সবাজারঃ গত ৮ জুলাই সোমবার চট্টগ্রাম জাকির হোসেন রোড়স্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
লায়ন ক্লাব জেলা ৩১৫ বি৪ এর সদ্য নিযুক্ত জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রধান অতিথির বক্তব্যে প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসএআরপিভি’র মানবিক কাজের ভূয়সি প্রশংসা করেন এবং মানবিক ব্যক্তি যার আর্থিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী এই অনুষ্ঠানের আয়োজন দেখে মুগ্ধ হয়ে যান এবং লায়ন খোরশেদ আলম চৌধুরীর এই মানবিক কাজ গুলোই লায়নদের গর্ব এবং লায়নের মূল কাজ হিসেবে ওনার অভিমত পোষণ করেন পাশাপাশি উক্ত মানবিক কাজের সাথে সবসময়ই উনার অংশগ্রহণ থাকার আশ্বাস প্রদান করেন ।
অনুষ্ঠান পরবর্তী সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বা কৃত্রিম পা বিতরণ করেন একই সাথে কৃত্রিম পা প্রাপ্ত সকল প্রতিবন্ধী ব্যক্তিদের কে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, উপদেষ্টা এসএআরপিভি তার বক্তব্যে বলেন ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তি আজকে যেভাবে অসহায়ত্বকে দূর করে স্বাভাবিক জীবনে চলাফেরা করে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ভবিষ্যতেও আরও যে সকল প্রতিবন্ধী এখন ও প্রতিবন্ধকতার শিকার হয়ে চলাচল করতে পারছে না তাদেরকেও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বিকল্প পা বিতরণ করে সমাজের মূল ধারায় চলাফেরা করার সুযোগ তৈরি করা যায় তার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
একই সাথে এস এ আর পি ভি সহ যারা এই মানবিক কাজের সাথে জড়িত তাদের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করেন। এস এ আর পি বি আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদায়ী জেলা গভর্নর এমডি এম মহিউদ্দীন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেহ উদ্দিন অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটল, কেবিনেট সেক্রেটারি বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার ইমতিয়াজ ইসলাম ও জেলার সিনিয়র নেতৃবৃন্দ, এস এ আর পি ভি প্রস্থুটিক অথ্রোটিক ইনচার্জ সাকিব,ও এস এ আর পি ভি অন্যান্য সহকর্মী সহ সকল উপকারভোগি।