December 26, 2024, 2:52 pm
শাহীনঃ ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন,
গণমানুষের সকল অধিকার নিশ্চিত করতে আমরা রাজনীতি করছি। সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখে। সাধারণ মানুষের আস্থাই আমাদের প্রধান শক্তি। তিনি বলেন, ঢাকা-১৮ আসনের অনেক রাস্তা ঘাট চলাচলের অনুপযোগী। নির্বাচিত হলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সকল সড়কের উন্নয়ন করবো। ড্রেনেজ ও সুয়ারেজ সিস্টেম উন্নত করবো। শিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দক্ষ জনশক্তি তৈরি করবো। সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নির্বাচনের মাঠে নেমেছি। নির্বাচনে সাধারণ মানুষ লাঙ্গলকেই বিজয়ী করবে।
আজ দুপুর থেকে রাত অবধি ঢাকা ১৮ আসনের ৪৭নং ওয়ার্ড, ফায়দাবাদ ট্রান্সমিটার সংলগ্ন এলাকা, আব্দুল্লাপুর বেরীবাঁধ, ১০ নম্বর সেক্টর ১ নম্বর রোড ব্রীজ সংলগ্ন শুক্কুর মিয়ার বাড়ী সংলগ্ন এলাকা এবং তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড, ফুলবাড়িয়া নতুন রাস্তা সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।