December 22, 2024, 5:35 pm
তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টর জহুরা মার্কেট এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার।
তিনি বলেন, রাজধানীর ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ১/১ আওতাধীন উত্তরায় সেক্টর -১৪ জহুরা মার্কেট এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অংশ ভাঙ্গা ও একটি ভবনে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পার্কিং এর জায়গা দখল করে মাছের হিমাগার তৈরি এবং আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান হোটেল করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার আরো বলেন, কয়েকটি ভবনের অংশবিশেষ রাস্তার উপরে তৈরি করার তাও ভেঙ্গে ফেলা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন ১/১ এর অথরাইজড অফিসার সাইফুল ইসলাম, সহকারি অথরাইজড অফিসার মশিউর রহমান এবং ইলিয়াস আলী মোল্লা, প্রধান ইমারত পরিদর্শক তন্ময় দেব তাপস এবং নুরুল ইসলাম খান, ইমারত পরিদর্শ মোঃ আবু সাইয়েম, বাদল হোসেন, মুরাদ হোসেন, হারুনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।