admin
- Tuesday, October 31, 2017 / 237 Time View
ডেস্ক নিউজ- ভারতের অন্ধ্রপ্রদেশের একপ্রকার কোনো কৃষকই কোনোদিন রাজ্যের বাইরে পা রাখেননি। সিঙ্গাপুর তো দূরের কথা। কিন্তু ঘটনাচক্রে রাজ্যের মোট ১২৩টি কৃষক পরিবারকে সিঙ্গাপুর দেখে আসার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।
তবে এই কৃষকদের কেউ-ই লটারি জিতে কিংবা সরকারি প্রকল্পের পুরস্কার পেয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন না। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী গড়ে তোলার জন্য নিজেদের উর্বর কৃষি জমি সরকারের হাতে তুলে দেওয়ার সান্ত্বনা হিসেবেই মূলত তাদের সিঙ্গাপুরে বেড়াতে পাঠাচ্ছে রাজ্য সরকার।
অন্ধ্রপ্রদেশ সরকার বলছে, কৃষকদের থেকে জমি নিয়ে সিঙ্গাপুরের আদলে ‘অমরাবতী’ নামের অত্যাধুনিক একটি শহর গড়ে তোলা হবে। প্রায় পঁচিশ হাজার কৃষক মোট পঁয়ত্রিশ হাজার একর জমি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছেন। তাদের মধ্য থেকেই অনেক যাচাই-বাছাই করে এই ১৩২টি পরিবারকে বাছাই করা হয়েছে সিঙ্গাপুর ভ্রমণের জন্য। বিবিসি