December 22, 2024, 10:28 pm
মনির হোসেন জীবন– ১০ম আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর “ফাইনাল খেলা” গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানী তুরাগের ১৫ নং সেক্টর খেলার মাঠে অনুষ্টিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, তুরাগের বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও খেলাঘর ঢাকা মহানগর উত্তর এর সহ সভাপতি মো: আবুল হোসেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ডিয়াবাড়ি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এডভোকেট আরিফুর রহমান।
ডিয়াবাড়ি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা শেখ এর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাঘর ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রধান,সদস্য, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য তাহজুল ইসলাম ফয়সাল, সিনিয়র সাংবাদিক ও সম্পাদক, চমক খেলাঘর আসর মনির হোসেন জীবন, শিক্ষক ইয়াসিন আরাফাত, আব্দুস সামাদ, শিক্ষক শিক্ষিকবৃন্দ ও শিক্ষার্থীসহ ক্রীড়া প্রেমিক দর্শকরা উপস্হিত ছিলেন।
ফাইনাল খেলা ডিয়াবাড়ি মডেল হাই স্কুল ৯ম শ্রেনিকে ৩-১ গোলে হারিয়ে ১০ম শ্রেনি চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হন ১০ ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী হাসান নূর।
সর্বোচ্চ গোলদাতা ছিলেন ১০ ম শ্রেনির শিক্ষার্থী দেবজিত মল্লিক। ম্যাচ পরিচালনা করেন মো: আল আমিন।