December 26, 2024, 5:26 am
নিজস্ব প্রতিবেদকঃ হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরতের কথা বলে ডেকে নিয়ে অপরণ ও মুক্তিপণ বিাবদ মোটা অংকের অর্থ ও স্বর্ণালঙ্কার আদায় করা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। সেই সঙ্গে মুক্তিপণের জন্য হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান দক্ষিণখান জোনের অতি: উপ পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন, ফাহিম হোসেন খান শুক্ত(১৯), মো. মামুন মোল্লা (২৬), কাজী আহাদ হোসেন (৩৪), রুবেল (২৬), মোঃ ইমরান হোসাইন (২৪), মোছাঃ সালমা আক্তার(৩৫)।
তরিকুর রহমান বলেন, বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা রিয়াজ আহমেদ (২৮)। তিনি গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় দাপ্তরিক কাজে নেভাল হেডকোয়ার্টার্স এ আসেন। দাপ্তরিক কাজ শেষে পরদিন ১৬ জানুয়ারি উত্তরা আব্দুল্লাহপুর বাস কাউন্টারে টিকিট কাটার উদ্দেশ্যে যান। কিন্তু তার মানিব্যাগ হারিয়ে যাওয়ায় টিকিট না কেটে মানিকদিতে তার বাবার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে খিলক্ষেত রিজেন্সি হোটেল এর সামনে পৌঁছা মাত্র বাদীর মোবাইল ফোনে হোয়াটস অ্যাপে অজ্ঞাত একটি নম্বর হতে কল আসে এবং বাদীর হারিয়ে যাওয়া মানিব্যাগটি কলারের কাছে আছে বলে জানানো হয়।
ভুক্তভুগি রিয়াজ তা সংগ্রহের জন্য দক্ষিনখান থানার ফায়দাদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডিমটাচ বিল্ডিং এর সামনে গেলে আসামীরা তাকে বাসার ৩য় তলার ফ্ল্যাটে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়া মাত্র কোন কিছু বুঝে উঠার আগেই অজ্ঞাতনামা ৬জন তাকে ফ্ল্যাটের ভিতরে একটি রুমে জোর করে নিয়ে যায়। তার হাত-পা বেঁধে আটক রেখে মুক্তিপনের জন্য প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছে থাকা ভিসা ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৫০ হাজার টাকা এবং শ্বশুরকে মোবাইলে কল করিয়ে তার কাছ থেকে অনু- ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালঙ্কার একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের আংটি ও একজোড়া স্বর্ণের কানের দুল গ্রহণ করে।
স্বর্ণালঙ্কার নেওয়ার পর অপহরণকারী চক্র রিয়াজ আহমেদকে ছেড়ে দেয়। পরবর্তীতে দক্ষিণখান থানায় এজাহার দায়ের করলে দক্ষিণখান থানার মামলা পেনাল কোড রুজু হয়। দক্ষিণখান থানা একটি টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে প্রথমে সন্ধিপ্ত আসামী ফাহিম হোসেন খান শুক্তকে দক্ষিণখান থানার ফায়দাবাদ সরকারী প্রাইমারি স্কুলের সামনে থেকে গ্রেফতার করা করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতার করা হয়।
অপহরণের ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামীদের দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত ধৃত অন্যতম আসামী মামুন মোল্লা(১৬) এর বাসা মুক্তিপনের জন্য দেওয়া স্বর্ণালঙ্কার (একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের আংটি ও একজোড়া স্বর্ণের কানের দুল) উদ্ধার করা হয় বলেও জানান তিনি। উদ্ধারকৃত আলামত,একটি স্বর্ণের হার ওজন ৯ আনা,একটি স্বর্ণের রিং ওজন ৪ আনা,এক জোড়া স্বর্ণের কানের দুল ওজন ৫ আনা।