December 22, 2024, 10:06 pm
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম’র বিদায় ও আগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম দ্বয়ে’র সংবর্ধনা ১৭ নভেম্বর মঙ্গলবার জেলা পরিষদ’র হল রুমে অনুষ্ঠিত হয়।
হাটহাজারী মডেল থানার উদ্যোগে চট্টগ্রাম জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাটহাজারী (সার্কেল) আবদুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে ও মডেল থানার এস আই মোহাম্মদ হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহেমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) তৌহিদুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব শর্মা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান প্রমুখ।