December 23, 2024, 3:21 am
ডেক্স নিউজ – ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অন্য আসামিরা হলেন সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে আর নীলমকে নির্দোষ জানিয়ে আদালতের এ মামলা থেকে অব্যাহতি প্রদান করেন । কিন্তু হরিণ হত্যা ও পাচার মামলায় দোষী সাব্যস্ত করে বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন যোধপুর আদালত।
জানা গেছে, সালমানকে কাটাতে হবে যোধপুর সেন্ট্রাল জেলে । আগামীকাল দায়রা আদালতে জামিনের আবেদনের ফয়সালা হওয়া পর্যন্ত ।
তিনি এই বিশেষ আদালত থেকেই জামিন পেতে পারেন । হাহলে তাঁকে আপাতত জেলে যেতে হবে না ।
এর আগে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে গত ৪ জানুয়ারি যোধপুর আদালতে এই অভিযোগ আনেন সালমান খানের আইনজীবী। সাক্ষীরা মিথ্যে বয়ান দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি ।
১৯৯৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন রাজস্থানের কঙ্কনি গ্রামে ছিলেন সালমান খান । সেখানেই কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া