December 24, 2024, 4:21 pm
নিজস্ব প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৫৪ লাখ টাকা। এঘটনার এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আজ ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টীমের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ বেল্টে এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার এ চালানটি আটক করে।
রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে শাহজালাল বিমানবন্দরে দুই ও তিন নং লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে ওই জুসের প্যাকেট স্ক্যানিং করে তার ভেতরে সোনার অস্তিত্ব খুঁজে পায় কাস্টমস গোয়েন্দারা। পরে বিমানবন্দরের সকল সংস্হার উপস্হিতে ওই জুসের প্যাকেট খুলে তার ভেতর থেকে ১১৬ গ্রাম করে মোট ২২ পিস সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন দুই কেজি ৫৫২ গ্রাম। যার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
ঢাকা কাস্টমস হাউজের এ কর্মকর্তা আরো জানান, জব্দকৃত সোনা গুলো কাস্টমস এর হেফাজতে আছে।
শনিবার দিবাগত রাত একটার দিকে মালিক বিহীন অবস্থায় স্বর্ণ উদ্ধারের পর জব্দ তালিকা শেষে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইন এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হযেছে।