December 25, 2024, 7:16 pm
তামান্না আক্তারঃ বনানী যুবলীগ নেত্রী তাসলিমার উপর হামলার প্রতিবাদে আজ দুপুর ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। কড়াইল স্যাটেলাইট এলাকায় মানববন্ধনে অজস্র মানুষের উপস্থিতে মুখরিত রাজপথ। সবার স্লোগান সন্ত্রাস ঠেকাও দেশ বাঁচাও,পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার চাওয়া। উপস্থিত ছিলেন সংবাদ কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিগণ খিলক্ষেত প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার (স্বাধীন)কামরুল হাসান, দেলোয়ার,রিপন,সাব্বির,শহিন,এসএম মিথুন,সাইফুল, তমা আক্তার, নানান পেশার কর্মজীবী মানুষ এই মানববন্ধে অংশগ্রহণ করেন।
অভিযোগ গুলশান বনানী ১৯ নং ওয়ার্ড এর স্যাটেলাইট এলাকায়,আওয়ামী নামধারী আলোচিত পাতি নেতা ধর্ষণ মামলার আসামী কাইল্লা জামাল এর তান্ডবে অতিষ্ঠ জনমানব। অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দীর্ঘদিন জেল খেটেও স্বভাব চরিত্র পূর্বের মতোই রয়েছে। কয়েকদিন পরপর সংবাদের শিরোনাম হয় জামাল গং… অসামাজিক কর্মকাণ্ড দখল। মাদক বহু অপরাধের অভিযোগ জামালের বিরুদ্ধে। সর্বশেষ পরিকল্পিত ভাবে ৩নং ইউনিট যুবলীগের তাসলিমার উপর জামাল গং আক্রমণ করেন। অমানবিক হামলার যোগাযোগ মাধ্যম ভাইরাল।বানানী থানায় গংদের বিরুদ্ধে মামলা/৬/০২/২০২৪ / একটি এজহার দায়ের করেন। নাসিমা নামক এক নারী যাহার মামলা নং (০৫) ধারা সমূহ (১৪৫)(৪৪৮)(৩২৩)(৩২৫)(৩২৬)(৩০৭)(৩৭৯)(৪২৭)(৫০৬)(৩৪) পেনালকোড।মামলার এজাহারে লিখেছেন হত্যার উদ্দেশ্য আসামীগন লোহার রড দাঁ চাপাতি চাইনিজ কুড়াল সহ একাধিক দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী নাসিমার বড় বোন তাছলিমা সহ একাধিক ব্যাক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।এবং স্বর্ণালংকার সহ দোকানের মালামাল আনার জন্য গস্থিত ৩ লক্ষ পাঁচ হাজার টাকা লুট সহ সর্বমোট প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়।অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তার সাথে সংযুক্ত ডাঃ কামাল। তিনি আড়ালে মাদক ব্যবসায় জড়িত।অপর জন লন্ড্রি বাবু তার নেতৃত্বে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ চাঁদাবাজি ও সরকার পতনের চেষ্টারত একাধিক অভিযোগ শুনা যায়।